জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

১৭ মে ১৯৮১, তখন ছিলো এক অন্ধকার সময়। ১৯৭৫ সালে, বিশ্ব ইতিহাসের অন্যতম প্রধান এক ঘৃণ্য, নৃশংস, বর্বরোচিত ঘটনায় বাংলাদেশে নেমে এসেছিলো এক কালো অধ্যায়। সেই ঘোর অমানিশায় এদেশের মানুষ ছিল দিশেহারা। ঘন কালো অন্ধকারে তারা পাচ্ছিলোনা পথের দিশা।
সেই ভয়ংকর অন্ধকারে, “আলোক বর্তিকা” হয়ে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে, তাঁকে বহনকারী বিমানটি কুর্মিটোলা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে (বর্তমানে হযরত শাহজালাল রহঃ আঃ বিমান বন্দর) দাঁড়ানো মাত্র এদেশের মানুষের মুখে ফুটেছিল আশার আলো। বাবা’র মতই নিয়মতান্ত্রিক আন্দলনের মধ্য দিয়ে তিনি ফিরিয়ে এনেছেন গনতন্ত্র। নিজের ধীশক্তি দিয়ে দেশকে নিয়ে যাচ্ছেন এক উন্নত দেশের কাতারে। আমার চোখে যিনি “বিশ্বনেত্রী”।
১৭ মে, ১৯৮১, মেঘাচ্ছন্ন বাংলায় আপনি ফিরে এসেছিলেন, তাই আমি, আমরা, স্বাধীনতা’র সকল পক্ষ শক্তি এবং বাংলার মানুষ ও আগামী প্রজন্ম, আপনার কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা।
মুজতবা সউদ