“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি”, এই অমর গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪০ মিনিটে, লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকার নিবন্ধিত প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ আরও অনেক পদক, পুরস্কার ও সম্মাননা। আবদুল গাফফার চৌধুরীর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংবাদিক, সাহিত্যক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে। প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং তাঁকে বেহেশত নসীব করেন।
মুজতবা সউদ