রবীন্দ্রসংগীতশিল্পী সুমিত্রা সেন মারা গেছেন

কলকাতার বর্ষীয়ান রবীন্দ্রসংগীতশিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। ৩ জানুয়ারি ভোর ৪টায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তার বয়স হয়েছিল ৮৯ বছর। সুমিত্রা সেনের ছোট মেয়ে শ্রাবণী সেন ফেসবুক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লিখেন— ‘আজ ভোরে মা চলে গেলেন।’ দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত বছর ২১ ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। তারপর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকে নানা জটিলতা তৈরি হয়েছে। গতকাল রাতে সুমিত্রা সেনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে রেখে চিকিৎসা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। কিন্তু আজ ভোর রাতে মারা যান তিনি। রবীন্দ্রসংগীতশিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সংগীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তার বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।

মোহাম্মদ তারেক