আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২২ মার্চের ৭ এ আইসিসিবি বসুন্ধরায়

দ্বিতীয়বারের মতো বিশাল পরিসরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’। এই আসরকে কেন্দ্র করে ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ইন্টারন্যাশন্যাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসছে তারার মেলা। এর আগে ২০২১ সালের ১৩ মার্চ প্রথমবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই স্টার অ্যাওয়ার্ড। পিএইচ এন্টারটেইনমেন্ট, telepress, ডিজাইনারস ডোর ও সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট নিবেদিত এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরষ্কার দেওয়া হচ্ছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ডান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিবর্গকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্যাশন ডিজাইনার, চলচ্চিত্র প্রযোজক ও পিএইচ এন্টারটেইনমেন্টের কর্নধার পিয়াল হোসেন। এবারে চলচ্চিত্র বিভাগে অভিনয়শিল্পী ক্যাটাগরীতে পুরস্কার পাচ্ছেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস, নিরব, পরীমণি, দিঘী, জয় চৌধুরী আর চলচ্চিত্র নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরী ও দেবাশীষ বিশ্বাস। অন্যদিকে টিভি নাট্যশিল্পী হিসেবে পুরস্কার গ্রহন করবেন আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবিন, কেয়া পায়েল এবং নির্মাতা তপু খান। সংগীতে পিন্টু ঘোষ ও কোনাল, ডান্স ক্যাটাগরীতে সোহাগ ও নাদিয়া এবং পোগ্রাম কোরিওগ্রাফীতে গৌতম সাহা পুরস্কার পাচ্ছেন। শুধু শোবিজ অঙ্গনের তারকারাই নন, সমাজের সর্বক্ষেত্রের আইকনিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এদিকে এইদিন এই অনুষ্ঠানে থাকছে দেশের টপ মডেল ফ্যাশন শো, সেলিব্রেটি ডান্স ও পিন্টু ঘোষের কনসার্টের মনোমুগ্ধকর পরিবেশনা।
রোমান রায়