সীমা হামিদ এর দুদিন ব্যাপী জন্মদিন পালন

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদের জন্মদিন উপলক্ষে দুদিন ব্যাপী জন্মদিন উৎসব পালন করেন। জন্মদিনের প্রথম দিন ৭ তারিখ বৃহস্পতিবার সীমা হামিদ উনার বারিধারার বাসায় পালন করেন।এর পর দ্বিতীয় দিন শুক্রবার ৮ তারিখ বেস্ট ওয়েস্টার্ন ম্যাপল লীফ রেস্তোরাঁয় পালন করেন।
জন্মদিনে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট মুনা চৌধুরী সীমা হামিদ কে শুভেচ্ছা জানান এবং কেক কেটে জন্মদিন পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্মানিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পরিবারের একান্ত ঘনিষ্ঠজন, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোজাহের উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নির্বাহী সদস্য ও ইয়ুথ বাংলা পরিবারের অগ্রজ ও গুনীজন দিলারা জামান, কুমার বিশ্বজিৎ, শম্পা রেজা, ড: মশিউর রহমান, শিমুল মুস্তাফা, আল মামুন, এস আই টুটুল, শওকত হোসেন আখী আলমগীর, রিচী সোলায়মান, টুম্পা, রুমা, নামিরা,
মুকিত, মুক্তা হাবিব ও বিনোদন বিচিত্রা’র সম্পাদক দেওয়ান হাবিব সহ সংস্কৃতি অঙ্গনের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ও তারকা শিল্পী।
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সীমা হামিদ বলেন ‘গত ৭ অক্টোবর আমার জন্মদিনে যাঁরা আমার বাসায় এসে অনুষ্ঠান আলোকিত করেছেন তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। জীবন চলার পথে সবসময় আপনাদেরকে আমার পাশে চাই। আমি মনে করি ইয়ুথ বাংলা আমার একটি পরিবার আর তাই জন্মদিনে আপনাদেরকে কাছে পেয়ে আমি আনন্দিত।’
রোমান রায়