অমৃত কবি শামসুর রাহমানের প্রয়ান দিনে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

শামসুর রাহমান। ডাক নাম বাচ্চু। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। খুব অল্প সময়েই বাংলাদেশের সীমানা ছাড়িয়ে তাঁর কবিতার দ্যুতি ছড়িয়ে পড়ে ভারতের পশ্চিম বংগেও। বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় তাঁর “রূপালী স্নান” কবিতাটি প্রকাশিত হলে ঋদ্ধ পাঠকের মনে আলাদা স্থান করে নেন শামসুর রাহমান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ‘মজলুম আদিব’ (বিপন্ন লেখক) নামে তিনি কোলকাতার “দেশ” সহ বিভিন্ন পত্রিকায় কবিতা লিখতেন। কবি শামসুর রাহমানের পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায় হলেও তিনি জন্মগ্রহণ করেন পুরাতন ঢাকার মাহুতটুলিতে, তাঁর নানাবাড়িতে। তাঁর অসংখ্য কালোত্তীর্ণ কবিতার মাঝে চির অমর হয়ে থাকবে,
“স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান
বয়েসী বটের ঝিলিমিলি পাতা
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।’
২০০৬ সালের ১৭ আগস্ট প্রয়াত হন বাংলা ভাষার অমৃত কবি শামসুর রাহমান। প্রয়ান দিনে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, প্রার্থনা করি তাঁর আত্মা যেন শান্তিতে থাকে।
মুজতবা সউদ