আধ্যাত্মিকতার কারণেই রুক্মিণী মন্দিরে গেলেন

চলমানতীব্র গরমে কল থেকে যেনো ফুটন্ত পানি বের হচ্ছে। এমন পরিস্থিতিতে শত কষ্ট হলেও শুটিং কিন্তু করতেই হবে। ভারতের উত্তরপ্রদেশে শুটিং চলছে বিরসা দাশগুপ্তের নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ এর। এই ছবির মাধ্যমে প্রথমবার ব্যোমকেশ রূপে দর্শক দেখতে পাবেন দেবকে। আর এতে সত্যবতী রূপে পর্দায় আসবেন রুক্মিণী মৈত্র। শুটিংয়ের ফাঁকে বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করে চলেছেন দেব। একদিকে যখন অন্য রাজ্যে শুটিংয়ে ব্যস্ত দেব এবং রুক্মিণী, ঠিক তখন অন্য দিকে কলকাতায় ঘটে চলেছে একের পর এক ঘটনা। কয়েক দিন আগে দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ এর ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজ হ্যাক্‌ড হওয়ার কথা সকলকে জানিয়েছেন রুক্মিণী। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই খবর শোনার পর থেকেই চিন্তিত নায়িকার ভক্তরা। এর মাঝেই ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী। কপালে চন্দনের তিলক কাটা। মন্দিরের দালানে আধ খাওয়া লাড্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে নায়িকা। আর মুখে একগাল হাসি। তার এই ছবি দেখে সকলের প্রশ্ন, শেষ কয়েক দিন ধরে যা চলছে সেই কারণেই কি পুজো দিতে গিয়েছেন তিনি ? চারিদিকে এখন প্রশ্ন এমনটাই। বিষয়টি নিয়ে রুক্মিণী বলেন, অনেকে আমায় দেখে হয়তো বুঝতে পারেন না। আমার পরিবার কিন্তু খুবই আধ্যাত্মিক। আমার নামটাও কিন্তু সেখান থেকেই রাখা। রুক্মিণী নাম হলো কৃষ্ণের বৌ এর। ওই নামটাই আমার নেওয়া সুতরাং বুঝতেই পারছেন। উত্তরপ্রদেশের এই রামরাজা মন্দির নাকি খুব জাগ্রত। তাই পুজো দিয়ে এলাম মাকে সঙ্গে নিয়ে। এটা নিজের বিশ্বাসের ওপর। কর্ম করে যাও। আমার বিশ্বাস একটা পজ়িটিভ শক্তি তো কাজ করে। তবে কাজ তো নিজেকেই করতে হবে।

তুষার আদিত্য