চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

নববই দশকের মাঝামাঝি সময়ে ঢাকায় নির্মিত চলচ্চিত্রের যুবরাজ খ্যাত নায়ক সালমান শাহর আজ ২৫তম প্রয়াণ দিবস । সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান । মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। চৌধুরী সালমান শাহরিয়ার ইমন ৯সেপ্টেম্বর ১৯৭০ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দাদা বাড়ি সিলেট শহরের শেখ ঘাটে । নানা বাড়ি সিলেট মৌলভীবাজার। ১৯৯২ সালে হানিফ সংকেতের প্রেরণের বাংলাদেশ টেলিভিশনে কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচিত হন। আব্দুল্লাহ আল মামুনের পাথর সময় টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৯৫ সালে শেখ রিয়াজ উদ্দিন বাদশা পরিচালিত, দেওয়ান হাবিব প্রযোজিত ‘নয়ন’ নাটক এ অভিনয় করে আলোচিত হন এবং দর্শকপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের ইতিকথা, আকাশ ছোঁয়া, দোয়েল,পাখি সব করে রব,সৈকতে শ্রাবণ ও স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন । মডেল হন মিল্কভিটা, জাগুয়ার কেডস,গোল্ড স্টার টি, কোকাকোলা ও পানটার বিজ্ঞাপনচিত্রে । আশির দশকের শেষের দিকে আলমগীর কবীর পরিচালিত হাঙ্গর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন । যেটি অসমাপ্ত রয়ে যায় আলমগীর কবিরের মৃত্যুর কারণে । ১৯৯৩ সালের সোহানুর রহমান সোহান পরিচালিত কপিরাইট ছবি কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন মৌসুমীর বিপরীতে। ছবিটি ব্যাপক বাণিজ্যিক সফল হওয়ায় সালমান শাহ জনপ্রিয়তা অর্জন করেন চলচ্চিত্র দর্শকদের কাছে। ১৯৯২ সালে প্রেম করে চট্টগ্রামের মেয়ে সামিরাকে বিয়ে করেন। সালমান শাহ ১৯৯৬ সালের ৫সেপ্টেম্বর রেজা হাসমত পরিচালিত প্রেম প্রিয়াসি চলচ্চিত্রের শুটিং করেন রাত ১০টা পর্যন্ত। রাত এগারোটায় তিনি বাসায় ফেরেন । পরদিন ৬ তারিখ সকাল বারোটায় তার ড্রেসিং রুমের দরজা খুলে তাঁর স্ত্রী দেখতে পায় সালমান শাহ আত্মহত্যা করেছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন।
ফকরুল আলম সোহাগ