যুক্তরাষ্ট্র-কানাডা সফর করে সম্প্রতি দেশে ফিরেছেন হৈমন্তী

গুণী সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। প্রায় দুই মাস যুক্তরাষ্ট্র-কানাডা সফর করে সম্প্রতি দেশে ফিরেছেন এ গায়িকা। এই সফরে প্রায় এক ডজন শোতে অংশ নিয়েছেন তিনি। এর আগেও দেশের বাইরে অনেক শো করলেও এবারই এত দীর্ঘ সময় ছিলেন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে তিনি ক্যালিফোর্নিয়ায় ৩৬তম ফোবানা সম্মেলনে গান গেয়েছেন। সেখানে দেয়া হয় তাকে সম্মাননা। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ মেলা, নিউ ইয়র্কে দুর্গাপূজার তিনটি অনুষ্ঠান করেছেন হৈমন্তী। এ ছাড়াও পূজার অনুষ্ঠান করেছেন ল্যানসডেলে, আটলান্টা সিটি, নিউ জার্সিতে। কানাডার টরোন্টেতে তিনি শো করেছেন চট্টগ্রাম এসোসিয়েশনের আয়োজনে। কালীপূজা উপলক্ষেও এখানে একটি শো করেছেন তিনি। কানাডার মন্ট্রিলে কালীপূজার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সর্বশেষ হৈমন্তী নিউ ইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অনুষ্ঠানে পারফর্ম করে দেশে ফিরেছে। হৈমন্তী বলেন, খুব সুন্দর একটি সফর ছিল। যদিও আমার ট্যুরটা এত লম্বা হওয়ার কথা ছিল না। তবে যাওয়ার পর একের পর এক শো আসতে থাকে। এ কারণে এতটা সময় থেকেছি। নভেম্বরটাও আমার সেখানে থাকার কথা ছিল।  কিন্তু মন খুব টানছিলো দেশের জন্য।  সে কারণে চলে এসেছি। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার স্টেটগুলোতে অনেক ভালোবাসা পেয়েছি মানুষের। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে! হৈমন্তী বলেন, দেশে অনেক কাজ জমে আছে। অনেক কিছুই গত দুই মাসে মিস করেছি। এখানেও শো নিয়ে ব্যস্ত থাকতে হবে সামনের সময়টা। আর নতুন গান নিয়েও কথা চলছে। আশা করছি কিছু ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারবো।

মোহাম্মদ তারেক