ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। সম্প্রতি এই নায়িকার ‘ভাঙন’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ১১ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমার মুক্তি সামনে রেখে ‘ভাঙন’ নিয়ে কথা বলবেন এই নন্দিত নায়িকা। সিনেমার নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান। সম্প্রতি ‘ভাঙন’র ট্রেইলার প্রকাশ করা হয়। দুই মিনিটি ৩০ সেকেন্ডের ট্রেইলারে ফজলুর রহমান বাবুর বাঁশির সুরে মৌসুমীকে মশগুল হতে দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় রেল স্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হয়েছে। মৌসুমী ও ফজলুর রহমান বাবু ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, মির্জা আফরিন, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী, সৃষ্টি মির্জা, হিমেল রাজ, মিশু চৌধুরী, সঞ্জয় রাজ, চানমিয়া শিকদার, আনিছ, আসকার পাইন, তাবিব শাহেদ, রাশেদ রেহমান, রাণী, মির্জা সাখাওয়াৎ হোসেনসহ অনেকে।