বিজেপির আসন ছিনিয়ে নিলেন তৃণমূলের নুসরাত

কলকাতার বাংলা ছবির নাম্বার ওয়ান নায়িকা নুসরাত জাহানকে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করে চমক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নুসরাতের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন তিনি। নুসরাতের মধ্যে হিন্দু-মুসলমান বা ধর্মীয় কোনও গোঁড়ামি নেই। সকল ধর্মের মানুষকে সে ভালোবাসা। বসিরহাট কেন্দ্রের মানুষদের সে সেবা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মমতা। তবে জয় পাওয়াটা নুসরাতের জন্য খুব সহজ হবে এটা কেউই প্রত্যাশা করেনি। কারণ রাজনীতিতে নতুন তিনি। অভিনেত্রী থেকে নেত্রী হওয়াটা সহজ কথা নয়। নুসরাত তার দায়িত্বের প্রতি অবিচল ছিলেন। দিনরাত নিজের নির্বাচনী এলাকায় ছুটে বেড়িয়েছেন। পথে প্রান্তরে ভোটারদের সঙ্গে মিশে তাদের আপনজনে পরিণত হন নুসরাত।
আর প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বসিরহাটে ঘাসফুল ফোটালেন নুসরাত। সারা রাজ্যের বিভিন্ন কেন্দ্রে যখন পদ্ম ফুটছে। তখন বিজেপি’র থেকে এই আসনটি ছিনিয়ে নিলেন তিনি। প্রায় তিন লাখের কাছাকাছি ভোটে জিতেছেন নুসরাত।
অর্ণব আদিত্য