বিশিষ্ট নৃত্যশিল্পী এবং সোশ্যাল এক্টিভিস্ট আনিসুল ইসলাম হিরু। সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক তিনি। কলকাতার স্বনামধন্য সংস্থা ‘প্রয়াস’ থেকে পেয়েছেন সম্মাননা পুরস্কার।
‘প্রয়াস’ সংস্থা বিশেষ বাচ্চাদের নিয়ে কাজ করে। ওড়িশি নাচের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সংস্থাটি সামাজিক কাজও করে থাকে বাচ্চাদের নিয়ে। চলচ্চিত্র শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রয়াস এর একজন সক্রিয় সদস্য।
কলকাতার মহানায়ক উত্তম কুমার মঞ্চে সম্প্রতি হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
পুরস্কার হাতে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘আমি মঞ্চে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করি এবং আরও ব্যাপকভাবে কাজ করার ইচ্ছা আছে। আমি একা কাজ করে অনেক কিছুই করতে পারব না, তাই নিজের অভিজ্ঞতা বিনিময় করে অন্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি।’
আনিসুল ইসলাম হিরু বাংলাদেশে বন্ধু সোশ্যাল অয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা পরিচালনা করেন। এর চেয়ারপার্সন তিনি। সংস্থাটি থেকে সমাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তারা।
অর্ণব আদিত্য