টিউলিপ রেজওয়ানা সিদ্দিক’র জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নাতনি। তাঁর মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা শেখ রেহানা এবং খালা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনা। বাবা শফিক সিদ্দিকী। মাত্র ১৬ বছর বয়সে বৃটেনের লেবার পার্টির সদস্য হন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের হয়ে কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালী নারী কাউন্সিলর নির্বাচিত হন। বৃটেনের ৫৬ তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। একই আসন থেকে ২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ (৩৪ হাজার ৪৬৪) ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টির প্রার্থী পেয়েছিলেন মাত্র ১৮ হাজার ৯০৪ ভোট। ২০১৫ সালে বৃটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রীপরিষদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে তিনি লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সফল এই নাতনির প্রতি জন্মদিনের শুভেচ্ছা এবং শুভ প্রার্থনা।

মুজতবা সউদ