জাগো বাংলাদেশ চলচ্চিত্র নির্মাণ করবেন সাংবাদিক সালাম মাহমুদ

মডার্ণ ফিল্মস ইন্টারন্যাশনাল এর নতুন চলচ্চিত্র মোঃ মোশারফ হোসেন প্রযোজিত “জাগো বাংলাদেশ” এর নির্মান কার্যক্রম শুরু হয়েছে। পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও টিভি উপস্থাপক সালাম মাহমুদ। ১ জুলাই সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু,সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূইয়া,চলচ্চিত্র ব্যক্তিত্ব মোশারফ হোসেন,নিউজ ফেয়ার সম্পাদক টি এ কে আজাদ,নৃত্য পরিচালক আমিরুল ইসলাম মনি ও সাংবাদিক সালাম মাহমুদ। জাগো বাংলাদেশ”সিনেমার কাহিনী,সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোর জাহান ঝন্টু। মডার্ণ ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে মোঃ মোশারফ হোসেনের প্রযোজনায় ইতিপুর্বে-বউ শ্বাশুড়ীর যুদ্ধ,ফুলের মত বউ,তুমি আমার মনের মানুষ,দুর্দান্ত দাপট,টপ টেরর,আলী বাবা,ঘরের লক্ষী সিনেমা নির্মিত হয়েছে এবং দর্শক সমাদৃত হয়েছে। প্রযোজক মোশারফ হোসেন বলেন চলচ্চিত্রের সুদিন ফেরানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন ব্যপক উদ্যোগ নিয়েছেন। চলচ্চিত্র শিল্পের জন্য বিশাল বরাদ্দের পাশাপাশি সিনেমা হল,সিনেপ্লেক্স নির্মােেনার ব্যবস্থা নিয়েছেন । আশাকরি যেসব নির্মাতারা দুরে চলে গিয়েছিলেন সবাই সিনেমা নির্মানে ফিরে আসবেন। জাগো বাংলাদেশ” সিনেমাটি দর্শকপ্রিয়তা লাভ করলে নিয়মিত সিনেমা নির্মানের ইচ্ছা প্রকাশ করছি।
রোমান রায়