মা হারালেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। গতকাল রোববার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মা মনুয়ারা খানম শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।
জানা গেছে, গতকাল ছিল আফজাল হোসেনের বাবার মৃত্যুবার্ষিকী। ঠিক একই দিনে মাকেও হারালেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ। তিনি বলেন,‘কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতায়ও ছিল। শেষ রক্ষা হলো না।’
আজ সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে জানাজা শেষে বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
রোমান রায়