মীরা অডিওর নতুন অ্যালবাম ‌‌‘থাকিলে ভাটিখানা’

গত ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসে মুক্তি পেল মীরা অডিও থেকে প্রকাশিত হলো ‘থাকিলে ভাটিখানা’ শীর্ষক আধুনিক গানের ভিডিও অ্যালবাম।
গানটি গেয়েছেন নীলাদ্রি ভাস্কর, সুর করেছেন অতনু দাশগুপ্ত, এই ভাইরাল হওয়া গানটি লিখেছেন জ্ঞান বিকাশ দে। সঙ্গীতায়োজনে অতনু দাশগুপ্ত , প্রকাশের সাথে সাথে গানটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ।
কলকাতা বেহালা চৌরাস্তায় একই ছাদের নিচে মীরা অডিও রেকর্ডিং স্টুডিও সেইসাথে অডিও রেকর্ডিং , মিক্স মাস্টারিং, সংগীত আয়োজন, ফিল্ম ভয়েস ডাবিং, এর বিশ্বস্ত প্রতিষ্ঠান বলা যেতে পারে। মীরা অডিও এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা, হিন্দী সহ অন্যান্য ভাষার, সাথে আধুনিক , ডিভোশনাল , ফিল্মি গানের অডিও-ভিডিও রিলিজের প্ল্যাটফর্ম , মীরা অডিও আগামী দিনে প্রকাশ করতে চলেছে উদীয়মান ও প্রথিতযশা শিল্পীদের অডিও এবং ভিডিও এ্যালবাম। ইউটিউবে গানের ভিডিও টি দেখুন….ইউটিউব চ্যানেল মীরা অডিও এন্টারটেনমেন্ট ক্লিক করে।
গোপাল দেবনাথ, কলকাতা