দীর্ঘ দুই বছর পর অবশেষে ‘আগামীকাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। করোনার কারণে এতদিন সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে তাতে ভীষণ আনন্দ লাগছে। করোনার আগে মুক্তি পাওয়া আমার অভিনীত সর্বশেষ সিনেমা পাসওয়ার্ড বেশ ব্যবসা করেছিল। নতুন স্বাভাবিক অবস্থায় এখন এটি মুক্তি পাচ্ছে। আশা করি, এটিও ভলো সাড়া ফেলবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আবারও দর্শক প্রেক্ষাগৃহে যেতে শুরু করেছে। এটা আমাদের সিনেমার জন্য খুশির খবর।
তাই সবাইকে অনুরোধ করব ‘আগামীকাল’ সিনেমাটি দেখার জন্য। এটি একটি গল্পের সিনেমা। গল্পটা সবার ভালো লাগবে। সবাই চেষ্টা করেছে সুন্দর একটি গল্প বলার। শনিবার সন্ধ্যায় অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার ট্রেলার উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে নতুন সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে এভাবেই বললেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘আগামীকাল’। ৩ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা ১৫ বছর পর এই সিনেমাটির মাধ্যমে আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন ইমন ও জাকিয়া বারী মম। সঙ্গে আছেন সূচনা আজাদ।
এদিকে, ২৮ মে ছিল নায়ক ইমনের জন্মদিন। ফলে অনুষ্ঠানের মধ্যে কেক কেটে আর গান গেয়ে তার জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’ টিম। এ সময় টিম ছাড়া আরও উপস্থিত ছিল অভিনেতা তারিক স্বপন, গায়িকা সোমনুর মনির কোনাল, নির্মাতা সানী সানোয়ারসহ অনেকে।
নায়ক থেকে বেরিয়ে একজন অভিনয়শিল্পী হওয়ার চেষ্টা করছি জানিয়ে ইমন বলেন, আমি ক্ষুদ্র একজন অভিনয়শিল্পী। তবে আমার চেষ্টাটা বৃহৎ। নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি। করোনা আমাকে অনেক জ্বালিয়েছে-পুড়িয়েছে। চলতি বছর ‘আগামীকাল’ দিয়ে শুরু। সামনে আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমা আমার প্রথম ভালোবাসা। সিনেমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রতিনিয়ত করছি। আশা করি, একদিন এর মূল্যায়ন পাব।
ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।
রুহুল আমিন ভূঁইয়া