ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘এক্স যখন প্রতিবেশী’। সদ্য ব্রেক আপ হওয়া দু’জন প্রেমিক-প্রেমিকার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। মূলত, প্রিয় মানুষের প্রতি সবারই মনের কোণে একটা দুর্বলতা থাকে। সম্পর্কে মান-অভিমান, ঝগড়াঝাটি থাকবেই কারণ, এসব ভালোবাসারই অংশ।
সম্পর্কে সুখ-দুঃখ না থাকলে সম্পর্কের গভীরতা পরিমাপ করা যায় না। সম্পর্ক যেমনই হোক, প্রতিটা সম্পর্কের শেষটা যেন সুন্দর হয়, যেন একে অপরকে দেখলে চোখে চোখ রেখে হাসতে পারে। এমনই রোমান্টিক ও কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক্স যখন প্রতিবেশী’।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব, সেলিনা আফ্রি, শাওন খান অর্ক, হান্নান শেলি, তাসফি প্রমুখ। এস অর্ক’র গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোহন ইসলাম।
নির্মাতা জানান, ডিবক্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত নাটকটি ঈদে ডিবক্স’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
রুহুল আমিন ভূঁইয়া