টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিয়েছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘ ইফতার ও গুণীজন সম্মাননা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ডিরেক্টরস গিল্ড।
পরিচালক কৌশিক শংকর দাস ও হৃদি হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং মো. কামরুজ্জামান বিপিএম এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস); মো. ফারুক হোসেন উপ- পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ)। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।
সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।
এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সাথে প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দিয়েছে। ‘
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি অনুষ্ঠানের সমাপনী মূহুর্তে এসে তিনি বলেন; গুণীজনদের প্রতি সম্মান জানান। এছাড়া ডিরেক্টর গিল্ডের সকলকে আগামীতে আরও মানসম্মত কাজ উপহার দিতে উৎসাহ প্রদান করেন।
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ মহোদয় জানান; ডিরেক্টরস গিল্ডের ছয়জন গুণীজনকে সম্মানিত করতে পেরে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন গর্বিত। এ ধরনের কাজের সাথে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সব সময় সম্পৃক্ত আছে এবং থাকবে৷।
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মুনা চৌধুরী জানান ; সংস্কৃতির যে কোন কাজে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন পাশে আছে এবং থাকবে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রিফাত রাহুল খান