অ্যান্থনি কুইনের জন্মদিনে শ্রদ্ধা এবং ভালোবাসা

অ্যান্থনি কুইন। “দি ম্যাসেজ” ছবিতে হযরত মুহাম্মদ (সঃ) এঁর চাচা আমীর হামজা (রা) ‘র চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই আবেশ ছিলো “ওমর মুখতার” ছবি দেখেও। তাঁর আর যে কটি ছবি দেখেছি এর ব্যাত্যয় ঘটেনি। আমার মতে, বিশ্ব চলচ্চিত্রে যে ক’জন শ্রেষ্ঠ অভিনেতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তাঁদের অন্যতম একজন অ্যান্থনি কুইন। তাঁর আরও সব ছবির মধ্যে রয়েছে “লরেন্স অব আরাবিয়া”, “রিভেঞ্জ”, “লাস্ট একশন হিরো” ইত্যাদি। দুইবার অস্কার প্রাপ্ত এই অভিনয় শিল্পী ১৯১৫ সালের ২১ এপ্রিল মেক্সিকোয় জন্মগ্রহন করেন। শ্রদ্ধা এবং ভালোবাসা এই শিল্পীর প্রতি।
মুজতবা সউদ