মুক্তিযুদ্ধের সময়ে গেরিলা যোদ্ধা শহীদ আজাদ ও তার মায়ের জীবনে ঘটে যাওয়া নির্মম ঘটনা অবলম্বনে নির্মিত হলো বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’। আর এতে আজাদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। ২৬ মার্চ উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। নির্মাতা বলেন, ‘বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের ওই প্রেক্ষাপট তুলে আনতে। কাজটির জন্য বাড়তি চেষ্টা করতে হয়েছে। সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে চিত্রনাট্যের কাজে। এরপর বিভিন্নভাবে এক্সিকিউশন করতে হয়েছে।’
সঞ্জয় মনে করেন, মুক্তিযুদ্ধ ৯ মাস ধরে হলেও ওই সময় হাজার হাজার গল্প তৈরি হয়েছে। তৎকালীন অনেক ঘটনা এখনও মানুষের অজানা। সেসব ঘটনা যদি মানুষ সঠিকভাবে জানতে পারে, তাহলে আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। পরিচালক বলেন, ‘অপূর্ব ভাই কাজটির প্রতি যেমন যত্নশীল ছিলেন, তেমন মনোযোগী ছিলেন। অন্য শিল্পীরাও নিজেদের সেরা সাপোর্ট দিয়েছেন। তা না হলে এমন সিরিয়াস কাজ প্রপারলি তুলে আনা কঠিন ছিল আমার জন্য।’ ইসতিয়াক অয়নের চিত্রনাট্যে ‘নিহত নক্ষত্র’-এ আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, জয় রাজ, সায়েম সামাদ প্রমুখ।
বাস্তব ঘটনার সূত্র ধরে নাটকের একটি পর্যায়ে এসে জানা যায়, যুদ্ধের ময়দানে আজাদ মারা গেছেন। তবে কবে, কোথায়, কীভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না। এরপর টানা ১৪ বছর শহীদ আজাদের মা ভাত খাননি। শুয়েছেন মাটিতে। প্রতীক্ষায় ছিলেন, হয়তো আজাদ ফিরে আসবে চিরচেনা হাসিমুখে মায়ের কাছে।
নাটকে এই মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। ‘নিহত নক্ষত্র’ প্রচার হবে আজ রাত ৮টায় আরটিভি পর্দায়।
রোমান রায়