জিয়াউদ্দিন আলমের বেশরম’ নাটকে নিলয় ও হিমি

এই সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। বেশ কিছু নাটক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন তারা । এই জনপ্রিয় জুটি নিয়ে জিয়াউদ্দিন আলম নির্মান করেছেন বেশরম’। রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের নাটক বেশরম | মজার কিছু কাহিনী নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।। গতকাল ২৭ ফেব্রুয়ারী বিকাল ৫.০০ টায় বেশরম” নাটকটি লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। নাটকটি রচনা করেছেন করেছেন ফেরারী ফরহাদ। নাটকটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী , সাবেরী আলম, রকি খান, শাহাবাজ সানি, বাশরী , মোস্তাক মুকুল, টাইগার মামুন সহ অনন্যা আরো অনেকে। বেশরম নাটকের সিনেমা ফটোগ্রাফি করেছেন নাহিয়ান বেলাল, সম্পাদনায় ছিলেন হাবীব , কালার করেছেন টিডি দিপক , নাটকটির আবহ সঙ্গীত করেছেন সজীব। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। রোমান্টিক ও মজার এ নাটকটি সব ধরনের দর্শকদের অবশ্যই ভালো লাগবে বলে পরিচালক জিয়াউদ্দিন আলম জানিয়েছেন।
রোমান রায়