সেরা করদাতার সম্মাননা নিলেন এসডি রুবেল মিম ও বাবুল আহমেদ

রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার ২০২০-২১ করবর্ষে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবার জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়। শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে। এই সম্মাননা পেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসডি রুবেল বলেন, আমি খুব খুশি এবং কৃতজ্ঞ!’ অপরদিকে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে এবার সেরা করদাতা হন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। এ পুরস্কার পেয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, আমি খুবই খুশি এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় রাজস্ব বোর্ডকে। সেরা করদাতাদের পুরস্কার পেয়ে অভিনেতা বাবুল আহমেদ বলেন, এই পুরস্কার পেয়ে আমি খুবই গর্ববোধ করছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। গত ১৭ নভেম্বর দেশের সেরা করদাতাদের নাম ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তারা সড়ক, বিমান বা নৌপথের ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারসহ বেশ কিছু সরকারি সুবিধা পাবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিমউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানসম্পদ ব্যবস্থাপনা) শাহিনা আক্তার।
রোমান রায়