অর্ধযুগ পর লাইভ অনুষ্ঠানে শখ

সদ্য মা হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। ফলে অভিনয়ে নেই তিনি। নেই মিডিয়ার কোনো আয়োজনেও। যদিও বিয়ে করার আগে থেকেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শখ। কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। বিয়ের পর তো একেবারেই আড়ালে চলে যান। হুট করে মাস তিনেক আগে ফের হোন খবরের শিরোনাম। এবারের মা হয়ে খবরে আসেন তিনি। এই শখ এবার একটি লাইভ অনুষ্ঠানে আসছেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলবেন তিনি। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএম এর জনপ্রিয় সেলিব্রিটি শো রাতাড্ডায় অংশ নিচ্ছেন শখ। তার লাইভ আড্ডাটি প্রচার হবে আজ ১৫ নভেম্বর রাত ১০টায়।
এ অনুষ্ঠানে শখ নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে বলবেন। এ প্রসঙ্গে শখ বলেন,‘আমি ক্যারিয়ারের চুড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সাথে সাথে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। আজ সেই বিষয়েই বলার প্রয়োজন বোধ করেছি বলেই আমি লাইভে কথা বলতে চেয়েছি। তানভীর ভাইয়ের সাথে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি।’
মূলত প্রথম স্বামী নিলয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই আড়াল হোন শখ। মডেল জনকে বিয়ে করে সুখের সংসার শুরু করেন। এরপর সংসারে থিতু হবার কারণেই নিজের ক্যারিয়ারে নাটক, টিভিসি ও চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে দীর্ঘ বিরতি নেন। এবার শখ জানালেন, আবার ফিরছেন তিনি। নাটক ও টিভিসির কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রোমান রায়