ঢাকার সিনেমার অন্যতম সফল জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।প্রথম সিনেমায় পেয়েছেন সুপারস্টার শাকিব খানকে।পরবর্তীতে শাকিব খানের সাথে জুটি হয়ে দর্শকদের একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তিনি শাকিব খানের বাইরেও অন্য নায়কদের সাথে জুটি হয়ে কাজ করছেন। দেশের অনেক গুণী নির্মাতাদের সিনেমায় তিনি অভিনয় করছেন।এবার বুবলী তার ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এসেছেন। এবার বুবলীকে দেখা যাবে তরুণ নির্মাতা সাইফ চন্দনের সিনেমায়।সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার নাম ‘কয়লা’। এখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে বুবলীকে। তবে ছবিটিতে নায়ক হিসেবে কে থাকছেন- তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা সাইফ চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে। বুবলীকে নিয়ে সিনেমা পরিচালনা প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র শুনে আগ্রহ দেখিয়েছেন বুবলী। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আশা করছি একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দিতে পারবো আমরা।’ বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যে কোনোসময়ই ভালো লাগে।’ খুব শিগগিরই ‘কয়লা’ ছবির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন সাইফ চন্দন।
রোমান রায়