“তুমিইই বলো”, হ্যাঁ, আমি আজ বলেই দেব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, উত্তম কুমারের মোটরসাইকেলের পেছনে বসা সুচিত্রা সেনের ঠোঁট দিয়ে বেরুনো এই সুরেলা কথার কন্ঠটি আপনার। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আপনি এসে দাঁড়িয়েছিলেন পাশে। লক্ষ লক্ষ শরণার্থীর সহায়তার জন্য আপনি ভারতের বাঙালী শিল্পীদের নিয়ে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। অর্থ সংগ্রহ করেছিলেন। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে রাস্তায় মিছিলে থেকেছিলেন। বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলার লক্ষে কাজ করেছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য সমর দাসের সুরে দেশাত্মবোধক গান গেয়েছিলেন। পাকিস্তানের কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পাবার পর, আপনার গাওয়া “বঙ্গবন্ধু তুমি ফিরে এলে…” গানটি আজও আমার কানে ভাসে। দেশ স্বাধীন হবার পর, প্রথম ২১ ফেব্রুয়ারি (১৯৭২) উপলক্ষে আপনি এসেছিলেন। উন্মুক্ত অনুষ্ঠানে গান গেয়েছিলেন। “আমি যে আঁধারে বন্দিনী…” সহ বেশ কটি গান গেয়েছেন আপনি বাংলাদেশের ছবিতে। তাই, “তুমিইই বলো” না বললেও আজ আমি আপনার কথা বলবো। আপনি পন্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি ক্যানন, অধ্যাপক চিন্ময় লাহিড়ী, ওস্তাদ বড়ে গোলাম আলী খান, ওস্তাদ মুনাওয়ার আলী খান এমন সব মানুষের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন। ১৯৫০ সালে মুম্বাইয়ের ‘তারানা’ ছবিতে প্রথম নেপথ্য গায়িকা হিসেবে গান গেয়েছিলেন। অল্প ক’দিনেই মুম্বাইয়ের ১৭ টি ছবির নেপথ্য গায়িকা হয়ে যান আপনি। কিন্তু, আপনার টান ছিলো বাংলা গান। অনেক অনেক প্রস্তাব থাকা সত্বেও আপনি চলে আসেন কোলকাতায়। অদ্ভুত একটা সমন্বয় ঘটে গেছিলো আপনার কন্ঠের সঙ্গে সুচিত্রা সেনের। যেমন ঘটেছিলো উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের। আপনারা দুজন দ্বৈত কন্ঠে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। আবার একক গানের সংখ্যাও কম নয়। সুচিত্রা সেন ছাড়াও অন্য নায়িকা অভিনীত ছবিতেও আপনার গানের সংখ্যা কম নয়। রেকর্ড, আকাশ বাণী তো রয়েছেই। আপনার কন্ঠ এবং গায়কী বৈশিষ্ট সহজেই আলাদা করে চিনিয়ে দেয় আপনাকে। আপনি দুইবার পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার, পেয়েছেন পশ্চিম বংগের সর্বোচ্চ বেসামরিক পদক ‘বঙ্গবিভূষণ’। বাংলাদেশ এবং বিশ্বের তামাম বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে আপনার কন্ঠের গান অনুরনন তুলবে চিরকাল। ১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন আপনি। আপনার প্রতি জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
মুজতবা সউদ