গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অমর সুর স্রস্টা আলতাফ মাহমুদকে

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…. “
একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন, ভাষা শহীদদের যেমন ভুলার নয়, তেমনি ভুলার নয় এই গান আর এই গানের সুরকার আলতাফ মাহমুদকে। ভাষা সৈনিক, সংগীত পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ মাহমুদ ১৯৫০ সাল থেকেই ভাষা আন্দোলনের সংগে সম্পৃক্ত হন। বিভিন্ন স্থানে এই আন্দোলনের পক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণসঙ্গীত গাইতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি’র পর ২৩ ফেব্রুয়ারি এই গাণটি লিখেন আবদুল গাফফার চৌধুরী, তাতে সুর দেন আলতাফ মাহমুদ। পরবর্তী সময়ে তিনি জড়িয়ে ছিলেন এ দেশের প্রতিটি আন্দোলনে। পাশাপাশি তিনি সংগীত পরিচালনা করেছেন বেশ কটি ছবির। অনেক কালজয়ী গানের সুর করেছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁর গান নিয়মিত প্রচারিত হতো। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আলতাফ মাহমুদ তার বাসায় মুক্তিযোদ্ধাদের গোপন ক্যাম্প তৈরি করেন। একসময় ক্যাম্পের বিষয়টি টের পেয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর গোয়েন্দা সংস্থা। ১৯৭১ সালের ৩০ আগষ্ট আলতাফ মাহমুদ কে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। এরপর তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। কতদিন তাঁর উপর নির্যাতন চালানো হয়েছে, কবে হত্যা করা হয়েছে সেটাও অজানা। ‘একুশে পদক’ এবং ‘স্বাধীনতা পদক’ এ সম্মানিত হয়েছেন তিনি। ৩০ আগষ্ট শহীদ আলতাফ মাহমুদ এঁর অন্তর্ধান দিবস। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অমর সুর স্রস্টা কে।
মুজতবা সউদ