আসাদ ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

রাইসুল ইসলাম আসাদ। এই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে পরিচয়টা অনেক আগে। কিশোর বেলায়। কলেজে পড়ার সময় যখন আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে বিটিভিতে কাজ করতাম তখন। সাংবাদিক জীবনে মৃদুভাষী, অমায়িক এই মানুষটিকে খুব কাছ থেকে চিনেছি। মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র সবখানেই তাঁর অসাধারন অভিনয়ের ছোঁয়া রয়েছে। “পদ্মা নদীর মাঝি” তাঁকে পরিচিত করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। ছয়-ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ১৯৫৩ সালের ১৫ জুলাই, ঢাকায় জন্মগ্রহন করেন। জন্মদিনের শুভেচ্ছা আসাদ ভাই।
মুজতবা সউদ