যার কণ্ঠ আমার কথা বন্ধ করে দেয়, যার কণ্ঠ আমাকে ছিনিয়ে নিয়ে যায় জীবনের কঠিন ভাবনাগুলো থেকে, যার কণ্ঠ আমাকে এনে দেয় অনাবিল প্রশান্তি, তিনি সৈয়দ আবদুল হাদী। হাদী ভাইয়ের গান যতই শুনি, যতবার শুনি, সুরের তৃষ্ণা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মনে হয়, “হাতের কাছে ভরা কলস” থাকতেও, সেই “তৃষ্ণা মেটেনা”। পেয়েছেন ‘একুশে পদক’। গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, কসাই, গরিবের বউ এবং ক্ষমা চলচ্চিত্রের নেপথ্য গায়ক হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় পুরস্কার। বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি, তাঁর গাওয়া গানের মধ্যেই অনাদিকাল বাংলা ভাষাভাষী মানুষের মনের গহীনে বসবাস করবেন। কন্ঠ ভরা সুর দিয়ে, সৈয়দ আবদুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা এই জীবন্ত কিংবদন্তিকে।
মুস্তবা সউদ