অসচ্ছল ও সুবিধাবঞ্চিতদের পাশে এমডি ইকবাল

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশি সমাজের অসহায় মানুষদের ও চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদ উপহার প্রদান করেছে প্রযোজক ইকবাল। মঙ্গলবার এফডিসিতে নগদ অর্থ সহ নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গী এবং ছোট বাচ্চাদের জামা কাপড় হাতে তুলে দেয়া হয়। এসময় এফডিসির অনেকে উপস্থিত ছিলেন।
এমডি ইকবাল জানান, অসচ্ছল শিল্পী সহ সকলের জন্য সব সময় ইতিবাচক কাজ করার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে এসকল মানুষের মাঝে ঈদের একটু আনন্দ পৌঁছে দিতে আমার এই আয়োজন। যাতে এই অসচ্ছল শিল্পীরা ঈদ উদযাপন ভালো ভাবে করতে পারেন। ইনশাআল্লাহ আমার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।
উল্লেখ্য, প্রযোজক এমডি ইকবাল এপর্যন্ত প্রায় ১০ টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, সম্প্রতি তিনি এক সাথে ৩টি চলচ্চিত্রের ঘোষণা দিয়ে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন। ছবি গুলো হলো- গুলশানের চামেলি, রিভেঞ্জ ও ফাইটার। ছবি গুলোর শুটিং ঈদ পরবর্তী সময়ে শুরু হবে।
রোমান রায়