নার্গিস। ভারতীয় চলচ্চিত্রে স্টাইল এবং পর্দায় সাবলীল, সপ্রতিভ উপস্থিতি যাকে খ্যাতি এনে দিয়েছিল গোটা উপমহাদেশে। মাত্র ৬ বছর বয়সেই শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু তাঁর। ১৯৫৮ সালে নার্গিস অভিনীত “মাদার ইন্ডিয়া” ছবিটি শ্রেস্ঠ বিদেশি ভাষার ছবির ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। তিনি ভারতের প্রথম নারী অভিনয় শিল্পী যিনি ‘পদ্মশ্রী’ পদক পান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছিলেন সংসদ সদস্য। সামাজিক বিভিন্ন কাজে সংশ্লিষ্ট এই নায়িকা যুদ্ধক্ষেত্রে সৈনিকদের বিনোদন ও উজ্জীবিত করার জন্য গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন ‘অজান্তা’। বাংলাদেশ শত্রুমুক্ত হবার পর ঢাকায় অনুস্ঠান করা প্রথম বিদেশি সংগঠন এই ‘অজান্তা’। ১৯৮১ সালের ৩ মে ক্যন্সার আক্রান্ত নার্গিস প্রয়াত হন। তারই স্মরণে ১৯৮২ সালে স্থাপিত হয় ‘নার্গিস দত্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন’। বিনম্র শ্রদ্ধা এই গুনীর প্রয়ান দিনে।
মুজতবা সউদ