আজ মহান কণ্ঠশিল্পী মান্না দে’র জন্মদিন

“সবায় তো সুখি হতে চায়, তবু কেউ সুখি হয় কেউ হয়না, জানিনা যা বলে লোকে সত্যি কী না, কপালে সবার নাকি, সুখ সয়না।।” গানের এই কথা গুলো মনে করিয়ে দেয়, এক মহান কণ্ঠশিল্পীর নাম। তিনি, মান্না দে। উপমহাদেশের প্রধান ও আঞ্চলিক সহ মোট ২৪ টি ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন ভারতের পদ্মবিভূষণ, পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে, পশ্চিম বংগ সরকারের বঙ্গবিভূষণ পদক সহ নানান পুরস্কার ও সম্মাননা। আজ তাঁর জন্মদিন। ১৯১৯ সালের ১ মে এই শিল্পী জন্মগ্রহণ করেন। তাঁর প্রতি আমাদের ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।
মুজতবা সউদ