দাদা সাহেব ফালকের জন্মদিনে গভীর শ্রদ্ধা

দাদা সাহেব ফালকে। ভারতীয় চলচ্চিত্রে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত একটি নাম। উনার নামে রয়েছে ভারতের সর্বচ্চ সম্মান জনক পদকগুলোর একটি। এসব তথ্যে আমার কোন আপত্তি নাই। আপত্তি উনাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় তাতে। উনি ১৯১৩ সালে “রাজা হরিশ চন্দ্র” কাহিনী চিত্র নির্মাণ করেন। কিন্তু, তারও আগে মানিকগঞ্জের বকজুড়ি গ্রামের হীরালাল সেন কোলকাতায় বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তখন অবিভক্ত ভারত। বাংলার রাজধানী তখন কোলকাতায়। হীরালাল সেন মানিকগঞ্জ থেকে কোলকাতা গিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেও উপমহাদেশীয় চলচ্চিত্রের জনক হবেন না কেন? এই প্রশ্নটি আমাকে বড়ই পীড়া দেয়। দাদা সাহেব ফালকে ১৮৭০ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। শ্রদ্ধা এই পরিচালকের প্রতি।
মুজতবা সউদ