ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এক ঝটিকা সফরে গত ১৯ মার্চ শুক্রবার ওয়াশিংটন সফরে আসেন। সফরের প্রথমেই তিনি ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন। বৈঠকে আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনের বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতকে জানানো হয় এবং ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করবার জন্য আমন্ত্রন জানান।
ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করছে ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহন করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারীভন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করবার জন্য আমন্ত্রন জানাচ্ছেন ফোবানা নেতৃবৃন্দ।
একইদিন সন্ধ্যায় চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক ঘরোয়া পরিবেশে প্রধান অতিথি হিসাবে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল। সভা পরিচালনা করেন সদস্য সচিব শিব্বীর আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ও ফোবানার আউটষ্ট্যান্ডিং মেম্বার সাদেক এম খান, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মোহাম্মদ মিয়া, জয়েন সেক্রেটারি মনির হোসেন, কো-কনভেনার জুয়েল বড়–য়া, সিনিয়র কোর্ডিনেটর আরশাদ আলী বিজয়, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, প্রচার কমিটির কো-চেয়ারম্যান আকাশ রইস, রিসেপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ।
আকবর হায়দার কিরণ
Home লাইফস্টাইল ওয়াশিংটনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর ঝটিকা সফর, ভেন্যু পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে...