নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী জানালেন, ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব গত বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ গত মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোতে অংশগ্রহণ করেন তিনি ৷
রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ”যারা কাজ করেছেন, তারা এবারও নির্বাচনে জিতবেন ৷ যারা দল ছেড়েছেন তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।”
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেন মিমি। তবে এই প্রতিশোধের অর্থ যে দাঙ্গা নয়, তাও স্পষ্ট করেন তিনি৷ ‘প্রতিশোধ’ অর্থে আরও বেশী করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন মিমি। যাদবপুর লোকসভার সাতটি বিধানসভা আসনেই তৃণমুল প্রার্থীরা জিতবেন বলেও আশা প্রকাশ করেন সাংসদ-অভিনেত্রী ৷
বিজেপিকে কটাক্ষ করে মিমির বক্তব্য, ”মানুষের জন্য কাজ না করে নির্বাচনে জেতা যায় না ৷ যারা তৃণমুল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে অল দ্যা বেস্ট”। জানা যাচ্ছে, এই কেন্দ্রে সাবেক বিধায়ক নির্মল মণ্ডলকে বয়সজনিত কারণে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ নির্মল মণ্ডল এবার প্রার্থী না হওযায় দলের একটা অংশ ক্ষুব্ধ ৷ নির্মল মণ্ডল প্রকাশ্যে কিছু না বললেও এখনও তিনি দলের হয়ে প্রচারে নামেননি। এদিকে, এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষনা করেনি৷
আলমগীর কবির