অবশেষে পর্দায় আসছে নার্গিস আক্তার নির্মিত সাহিত্যধর্মী চলচ্চিত্র ‘যৈবতী কন্যার মন’। এটি নির্মিত হয়েছে বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সাহিত্য যৈবতী কন্যার মন অবলম্বনে। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য প্রদর্শনী হয়েছে এটির, তৈরি হয়েছে টেলিভিশন ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এবারই প্রথম এটি চলচ্চিত্র পর্দায় আসছে।
জানা যায়, ২০১২– ১৩ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া এই ছবিটি ৩ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক নার্গিস আক্তার জানিয়েছেন, ‘যৈবতী কন্যার মন’কে বোর্ড আনকাট সার্টিফিকেট দিচ্ছে।
নার্গিস আক্তার বলেন, এই ছবিটি শেষ করতে আমাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ পর্যন্ত ছবিটি শেষ করে সেন্সর ছাড়পত্র হাতে পাচ্ছি, বেশ স্বস্তির খবর আমার জন্য। তিনি জানান, এ মাসেই ছবিটি মুক্তি দিতে চান। তার পরিকল্পনা রয়েছে ১৯ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মডেল – অভিনেত্রী সায়ন্তনী দত্ত ও রানী রাসমণি সিরিয়াল খ্যাত নবাগত চিত্রনায়ক গাজী আবদুর নূর।
আলমগীর কবির