বিব্রত ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। হঠাৎ করেই খবর পাওয়া গেল দেশের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনশটে দেখা যায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবিতে) সিনেমা ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শিক্ষকতা নিয়ে দারুন চর্চা শুরু হয়। তবে এ নিয়ে বেশ বিব্রত এই অভিনেতা। তিনি বলেন, আমি খুবই বিরক্ত হয়েছি এই ঘটনায়। আমি কোথাও শিক্ষকতা করছি না। মজা করার একটা সীমা থাকা উচিত। আজকাল পোলাপান শিক্ষা দীক্ষা নিয়েও মজা করে। বিষয়টা হতাশার। প্রসঙ্গত, ডিপজল বর্তমানে ‘মানুষ কেন অমানুষ’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করছেন জয় চৌধুরী ও মৌ খান। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার প্রযোজনাও করছেন ডিপজল।
রোমান রায়