লঞ্চ হল ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের গ্ল্যাম ক্যালেন্ডার

গ্ল্যামারে এবার পিছিয়ে নেই গৃহবধুরাও। তাদের গ্ল্যামারে ঝলক ক্যালেন্ডারের পাতায় উঠে এল। পারভিন অ্যান্ড চ্যাটার্জী ওপিসি প্রাইভেট লিমিটেড আয়োজন করেছে এই অভিনব সুন্দর মুখের খোঁজ। যেখানে নারীর অন্তরের সৌন্দর্য্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই সৌন্দর্য্য প্রতিযোগিতা শুধু তন্বী শিখরাদশনাদের নয় ৪০ ছোঁয়া সেই গৃহবধুরও যে সংসারে যাঁতাকলে র‍্যাম্পে হাঁটার স্বপ্ন হারিয়ে ফেলেন নি। তাদের গ্ল্যামার উপচে পরা ছবিতে সাজানো এই ক্যালেন্ডার উদ্বোধন করলেন হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন।
প্রতিযোগিতার ভাবনা নিয়ে মূল আয়োজক বিলকিস পারভিন বলেন, “আমিও একজন গৃহবধু একদা ব্যাঙ্কে কাজ করতাম আমার মতোই অনেক গৃহবধুর সুপ্ত বাসনা এই গ্ল্যামার জগত। র‍্যাম্পে হাঁটা তাদের স্বপ্ন। আর সেই গ্ল্যামারকে ক্যামেরাবন্দী করেই আমরা নিয়ে এসেছি এই ক্যাললেন্ডার।”
প্রতিযোগিতায় বয়স অনুসারে দু’টি ক্যাটাগরি ছিল। অনুর্ধ ৩০ এর পর্বে বিজয়নী শর্মিষ্ঠা দাস, প্রথম রানার আপ সিঞ্জিতা দাস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন রুবী দে।
আর ত্রিশোর্ধ পর্বে বিজেতা মৌপ্রিয়া দাস, প্রথম রানারআপ আফসারি খাতুন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন অদ্রিকা ঘোষ।
গোপাল দেবনাথ, কলকাতা