ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ‘প্রজেক্ট স্বাবলম্বন’ শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে অতি দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম পর্বে আজ ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের আমিরাত শাখার সহযোগিতায় ময়মনসিংহ অঞ্চলের প্রান্তিক চাষী সাদ্দাম হোসাইন ও ওয়াইজ কুরুনির হাতে দুটো গরু ক্রয়ের অর্থ তুলে দেয়া হয়েছে। জানা গেছে, এ ফোরামের ২৭টিরও বেশি দেশে বসবাসরত প্রবাসী সদস্যরা এ উদ্যোগে সামিল হয়েছেন। ক্রমান্বয়ে দরিদ্র পুরুষ বা মহিলাদের সেলাই মেশিন, চাষের গরু, রিক্সা, ভ্যান ইত্যাদি কিনে দেয়া হবে এ উদ্যোগের মাধ্যমে।
ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের আমিরাত শাখার সম্মানিত পৃষ্ঠপোষক শেখ ফরিদ সি আই পি প্রথম অনুদান প্রদান করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এ উদ্যোগের আগামী আয়োজনেও তিনি সক্রিয়ভাবে অংশ নিবেন।
ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সম্মানিত উপদেষ্টা প্রখ্যাত অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান ও শর্মিলী আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এস আই টুটুল এবং শিমুল মোস্তাফা সশরীরে উপস্থিত থেকে এ আয়োজনের প্রথম পর্বের শুভসূচনা করেন।
কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মিসেস মুনা চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য কমল চৌধুরীর সার্বিক আয়োজনে ইয়ুথ বাংলার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক মনোজ্ঞ আয়োজনে কার্যক্রমটি সম্পন্ন হয়।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন আমিরাত শাখার প্রেসিডেন্ট মিসেস ইয়াসমিন মেরুনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাভেল, সাংগঠনিক সম্পাদক ফারাহ শামস, সেক্রেটারি আমান রেজা, উপদেষ্টা দেওয়ান হাবিব, জয়েন্ট সেক্রেটারি ফারজানা রওশন, মেম্বার আরিফুল কবির আরিফ, আব্দুল্লাহ মামুন, আবু সুফিয়ান নীলভ প্রমুখ।
রোমান রায়