২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে প্রায় দীর্ঘ সাত মাস পর খুলে দেয়া হয়েছে দেশের সকল প্রেক্ষাগৃহ। নিউ নরমাল’ পরিস্থিতিতে নতুন যাত্রার শুরুতে নিম্নমানের সিনেমা মুক্তি দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশীয় সিনেমাকে। ঠিক এই সময়ে সিনেমা অঙ্গনে একটি পরিচ্ছন্ন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
হ্যাঁ, আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাসুদ হাসানের পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এমন খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির মধ্য দিয়ে এই মুহূর্তে মানসম্পন্ন সিনেমার যে খরা, তা কিছুটা হলেও কেটে যাবে।তবে সিনেমাটি কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না বলে জানান নির্মাতা। তিনি বলেন, শুধুমাত্র রাজধানীবাসিই আপাতত ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখতে পারবেন। কারণ সিনেমাটি শুধুমাত্র মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়।
গত শনিবার সন্ধ্যার পর ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণার পর পরই ছবিটি নিয়ে রীতিমত হইচই পড়ে সোশাল মিডিয়ায়। ছোট ও বড় পর্দার তারকা অভিনেতা থেকে নির্মাতা, কিংবা শিল্পী থেকে কবি, সাহিত্যিক এমনকি গণমাধ্যমকর্মীদেরও ছবিটির পোস্টার শেয়ার করে নির্মাতা ও কলাকুশলীদের শুভ কামনা জানাতে দেখা গেছে। যা কোনো সিনেমার প্রচারণায় বিরল ঘটনা!
গেল ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন।
সিনেমা মুক্তি সামনে রেখে চলছে প্রচারণার কাজ। পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়। এই ছবির মাধ্যমেই প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেন বেইজ বাবা সুমন। সর্বশেষ ‘এ শহর’ নামে সৌরিনের লেখা, সুর ও কণ্ঠে আরো একটি গান প্রকাশ পেয়েছে।
রোমান রায়