‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটার কথা মনে পড়ে? শাহরুখ খান তো বটেই, কিন্তু তার থেকেও বেশি বোধহয় অনস্ক্রিন নজর কেড়েছিলেন মালাইকা আরোরা।
সেটা ছিল শুরু। তার পর বহু ছবিতে নাচের স্টেপে মাত করেছেন মালাইকা। ফের তিনি ফিরছেন সিনে পর্দায়। সৌজন্যে বিশাল ভরদ্বাজের পরিচালনায় আসন্ন ছবি ‘পটাকা’।
২০১৫-এ ‘ডলি কি ডোলি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। এ বার ‘পটাকা’র অপেক্ষা। ইতিমধ্যেই সে ছবির নাচের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা। কালো ঘাগরা-চোলিতে তার লুক ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
‘পটাকা’ ছবির নাচের দৃশ্যে মালাইকা।
এ প্রসঙ্গে মালাইকা সাংবাদিকদের বলেন, ‘‘আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভাল লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দু’টোই আমার ভাল লেগেছে।’’
গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা ফের জমিয়ে দেবেন বলেই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
রনি রহমান