ওয়েব সিরিজের প্রতি আগ্রহ অধরা খানের

ঢাকার চলচ্চিত্রের আলোচিত নায়িকা অধরা খান চলচ্চিত্রের বাইরে অনলাইন প্ল্যাটফর্মের জন্যেও কাজ করতে আগ্রহী। ‘ওয়েব সিরিজে কাজ করতে আমার আপত্তি নেই’ – এমন কথাই তিনি জানিয়েছেন এই প্রতিবেদককে। অধরা খান এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে এই তথ্য জানান। অধরা খান এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, ‘আমার কাছে চলচ্চিত্রে অভিনয় করতে ভালো লাগে। এটা আমার স্বপ্নের মাধ্যম। তবে চলচ্চিত্র ওয়েব প্ল্যাটফর্মের হলেও আমার সমস্যা নেই। তবে ওয়েব সিরিজে যদি কাজ করি, তাহলে ভালো গল্প, ভালো চরিত্র, ভালো পরিচালক ও ভালো সহশিল্পী থাকতে হবে। তেমনি চরিত্রটি আমার সঙ্গে মানানসই হতে হবে।
অধরা জানান, শীঘ্রি তিনি যুগল পরিচালক অপূর্ব রানার ‘উন্মাদ’ ছবির শুটিং শুরু করবেন। গেলো বছর শুরু হওয়া এই ছবিটির বেশ কিছু কাজ এখনও বাকি। এছাড়া নতুন ছবি নিয়েও কথাবার্তা চলছে। সময় হলে সব কিছুই আপনারা জানতে পারবেন।
জানা যায়, লকডাউনের মাঝেও অধরা কয়েকদিন শুটিং করেছেন তার অভিনীত নতুন একটি ছবির। ওয়াহিদুজ্জামান ডায়মন্ড প্রযোজিত – পরিচালিত এই ছবিটির নাম ‘কোভিড নাইনটিন’। এই ছবি নিয়ে অধরা খান বলেন, আমরা যখন শুটিং করি, তখন করোনার প্রভাব ছিলো প্রকট। সকলে করোনা আতংকে ছিলেন। কয়েকবার ডেট পেছানোর পর আমরা শুটিং করি। এই ছবিতে অভিনয়ের অন্যরকম অভিজ্ঞতা ছিলো। ছবিতে আমার সহশিল্পী বাপ্পি চৌধরী।
রোমান রায়