বিনোদন অঙ্গনের বিশিষ্ট সাংবাদিক তুষার আদিত্য’র মা মমতা রানী সাহা (৬৮) আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ঃ১৫ মিনিটে মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বাসায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তাঁর নিয়মিত চিকিৎসাও চলছিলো। কিন্তু রোগটা গুরুতর হয়ে যাওয়া তে, অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। গেলো বছর ৫ জুন সাংবাদিক তুষার আদিত্য তাঁর বাবা শ্যামল কুমার সাহা’কে হারিয়েছেন। এবার তাঁর প্রিয় মা’কেও হারালেন। এক বছর অন্তর বাবা-মা’কে হারিয়ে শোকে স্তব্ধ তিনি। তিনি শুধু তাঁর মায়ের জন্য সকলের কাছে প্রার্থনা চেয়েছেন।যেনো তাঁর মা স্বর্গবাসী হোন। দুপুরে নিজ এলাকার কেন্দ্রীয় শ্মশানে তাঁর মায়ের সৎকার করা হবে।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য তাঁর সাংবাদিকতার দীর্ঘ কর্মজীবনে দেশের শীর্ষস্থানীয় বহু পত্র-পত্রিকা ম্যাগাজিনে কর্মরত ছিলেন।বর্তমানে তিনি দেশ সেরা ম্যাগাজিন ছায়াছন্দ’তে সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও ‘বাচসাস’-এর বর্তমান কমিটির তিনি একজন কার্যকরী নির্বাহী সদস্য।
রোমান রায়