মেরিয়াম সারাহ য়ুযারলি। এমন নাম শুনে চমকে উঠছেন তো। “হুররম”। এই নামটা বলার সংগে সংগে চিনে যাবেন সবাই। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর ৬০ টিরও বেশি দেশের দর্শকেরা চিনে ফেলবেন এই নায়িকাকে। তুরস্কে নির্মিত “সুলতান সুলেমান” ধারাবাহিক নাটকে এই নায়িকা ‘হুররম’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। পৃথিবীর প্রধান প্রধান ভাষায় ডাবিং করে চালানো হয়েছে এই ধারাবাহিক। মেরিয়াম (হুররম) এর মা জার্মান, বাবা তুরস্কের। তার মা ছিলেন অভিনয় শিল্পী। তিনিও পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেন। জার্মানি এবং তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন তিনি। দামি মডেলও তিনি। “গোল্ডেন বাটারফ্লাই” পুরস্কার ছাড়াও বিভিন্ন দেশের অনেক অনেক পুরস্কার রয়েছে এই অভিনয় শিল্পীর ঝুলিতে। “হুররম”, যার আসল নাম মেরিয়াম সারাহ য়ুযারলি, ১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন। শুভেচ্ছা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এই জার্মান – তার্কিশ নায়িকাকে।
মুজতবা সউদ