কোভিড-১৯ পরিস্থিতির জন্য লকডাউনে তিন মাস ঘরবন্দী ছিলেন ঢাকার সিনেমার ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম।ঐ সময়টা মিম ঘরে বসেই নানা রকম কাজে জড়িয়েছেন। সেসবের মধ্যে রয়েছে নিজের ইউটিউব চ্যানেলের জন্য নানা রকম ভিডিও তৈরি করা। এবার নতুন এক উদ্যোগ নিয়ে হাজির হলেন এই গ্ল্যামার কন্যা।
টিকটক তৈরি করা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর অভিনীত যেকোনো সিনেমা, গান, নাটক, টেলিছবি থেকে একটি সংলাপ নিয়ে নিজের আঞ্চলিক ভাষায় বানাতে হবে টিকটক ভিডিও। পুরস্কার হিসেবে সেরা ভিডিওটি মিম প্রকাশ করবেন তাঁর ফ্যান পেজে। সম্প্রতি মিম নিজেও যোগ দিয়েছেন এই জনপ্রিয় প্ল্যাটফর্মে।
সম্প্রতি গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি তাঁর চ্যানেলে প্রকাশিত হয়েছে। ভীষণ সাড়া ফেলেছে ‘কানেকশন’ নামের ওই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। মিম জানান, বাড়িতে বসেই নাটকটির শুটিং করা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে শুটিংয়ের নির্দেশনা দিয়েছেন রায়হান রাফি। মিম বলেন, ‘রাফি ভাই মাকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছে। মাকে অনেক প্যারা দিয়েছে। মা–ও আগ্রহ নিয়ে কাজটা করেছেন।’
ঘরবন্দী হয়ে সময়টা খারাপ কাটেনি মিমের। ইতিমধ্যে শুটিংয়ের জন্য ডাক পেতে শুরু করেছেন এই অভিনেত্রী। কিন্তু এখনই শুটিংয়ে ফিরতে নারাজ মিম। সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে এই সময়টাকে নিরাপদ মনে করছেন না তিনি। মিম বলেন, ‘বাড়িতে বসে থাকা এই সময়টায় এসব করে আমার সময়টা খুব ভালো কেটেছে। বাসায় করার তেমন কিছু ছিল না, কিন্তু এ কাজগুলো করাতে আমার সময় কেটেছে। একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করে আনন্দও পেয়েছি, আমার ফ্যানরাও পছন্দ করেছেন, আমার চ্যানেলটাও দাঁড়িয়ে গেছে।’ টিকটকের প্রতিযোগিতা প্রসঙ্গে মিম জানান, সপ্তাহ দুয়েকের মধ্যে যে ভিডিওগুলো জমা পড়বে, সেগুলো থেকে সেরা ভিডিও তিনি প্রকাশ করবেন নিজের পেজে। ঘরবন্দী মানুষেরা যাতে একটু আনন্দ পায়, সে জন্য এ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন মিম।
রোমান রায়