২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। ওই দিন দেশের লোকগানের জনপ্রিয় শিল্পী লাভলী দেব নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান রিলিজ করছেন। গানটির কথা হলো – “বৃন্দাবন মলিন করিয়া”। এটি সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি গান। কণ্ঠশিল্পী লাভলী দেব জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তিনি সিলেট অঞ্চলের কম শ্রুত শতাধিক গান সংরক্ষণ করার জন্যে যে গানগুলো নতুন করে গাইছেন, সেগুলোর একটি গান হলো এটি। তিনি আরও জানান, এই করোনাকালে তার গানের শ্রোতা – দর্শক ও ভক্তদের তার গানের মাধ্যমে বিনোদন দেওয়ার জন্যে আরেকটি গান উপহার দিতে যাচ্ছেন তিনি। তার গাওয়া এই গানের শিরোনাম হলো – “বন্ধু আইও আইওরে বন্ধু।” এটি মুক্তি পাচ্ছে ১৮ জুন।
শিল্পী লাভলী দেব জানান, এই গানটি দূরবীন শাহর, বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি গান।এই গানটি গাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এই গানটি বেশ আগে থেকেই রেডি ছিল। তাছাড়া এই করোনাকালে গানটি আমি ফেসবুক লাইভে কয়েকবার গাওয়ার পর সবাই এটি খুব পছন্দ করেছেন। তাই এই সময়েই গানটি রিলিজ করা হচ্ছে।
জানা গেছে, গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। বন্ধু আইও আইওরে বন্ধু গানটি প্রোটিউনের ফোক ফিফটি প্রজেক্ট এর বলে জানান লাভলী দেব। গানটি প্রোটিন এর নিজস্ব ইউটিউব চ্যানেল studio protunebd থেকে রিলিজ করা হবে। এটি মিউজিক ভিডিও আকারে রিলিজ করা হবে। পাশাপাশি এই গানের অডিও শোনা যাবে জিপি মিউজিক, ভাইব, আইটিউন,আমাজানসহ আরও অনেক আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে থেকে।
এই প্রজেক্ট আরও একটি গান আছে বলে জানান লাভলী দেব। এই প্রজেক্ট সম্পর্কে প্রোটিউনের সিইও এবং গীতিকার প্রসেনজিৎ ওঝা বলেন, বাংলা লোক গানকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মানুষের কাছে পৌছানোর জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। ৫০ টি ফোক গানের মধ্যে ৩০ টি গানই থাকবে মৌলিক ফোক গান। আর বাকি ২০ টি গান কভার করা হয়েছে। এর মধ্যে লালন ফকির, হাসন রাজা,বিজয় সরকার, রাধারমণ, সহ আরও অনেকের গান থাকছে। আর এই প্রজেক্টে বাংলাদেশের বিশিষ্ট লোক শিল্পী সহ পুরাতন ও নতুন প্রজন্মের ৩০ জন শিল্পীর গান থাকবে।
এই গানটির মাধ্যমে শ্রোতা – দর্শক – ভক্তরা কীভাবে বিনোদন পাবেন জানতে চাইলে লাভলী দেব বলেন, এই গানটা শোনে মনে হবে – যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। এতে কীভাবে বন্ধুর বাড়ি যেতে হবে, কী কী খাওয়াবে, কী কী ঘটবে সবকিছুই বলা হয়েছে। এখন যেহেতু সরাসরি কারও বাড়িতে যেতে পারছে না কেউ, তাই এই গানের মাধ্যমে ভার্চুয়ালি বা কল্পনায় প্রিয়জনের বাড়ি থেকে ঘুরে আসা যাবে। গানটি আমাদের সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় গান। আমি আশা করছি – এটি শোনে করোনাকালে সবাই বিনোদন পাবেন। আমি গানের কথা ও সুরে সুরে সবাইকে ভার্চুয়ালি বন্ধুর বাড়িতে ঘুরে আসার নিমন্ত্রণ দিলাম এই গানটির মাধ্যমে। এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে এই গানটির মাধ্যমে। আমার বিশ্বাস – চলমান করোনা মহামারীর এই কঠিন সময়ে আমার এই গানটি সঙ্গীতপ্রিয় প্রতিটি মানুষের মন ছুঁয়ে যাবে। সবার মনকে এই গানটি চাঙ্গা করে তুলবে – এই কথা বলা যায় নির্দ্বিধায়। আমি অনুরোধ করবে – গানটি সবাই শুনবেন।
লোকগানের জনপ্রিয় এই কন্ঠশিল্পী জানান, বন্ধু আইও, আইওরে বন্ধু গানটি মুক্তি পাওয়ার দুইদিন আগে তার গাওয়া আরেকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির কথা “বৃন্দাবন মলিন করিয়া”। গানটির গীতিকার সিলেটের অন্যতম মরমী গীতিকার সিদ্দিকুর রহমান। লাভলী দেব জানান, প্রচলিত সুরের এই গানটি এক সময় খুবই জনপ্রিয় ছিল। এই গানটি এখন আর তেমন শোনা যায় না। গানটি নিজ উদ্যোগে সংরক্ষণ করার জন্যেই এটি নতুন করে গেয়ে নিজের ইউটিউব চ্যানেল LOVELY DEB থেকে প্রকাশ করেছেন। এটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।
এই গানটি নতুন করে গাওয়া এবং সংরক্ষণ করা প্রসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের মঞ্চ মাতানো শিল্পী লাভলী দেব বলেন, আমি গান পাগল মানুষ। মন প্রাণ উজাড় করে লোকগান করি। নিজের মনের তাগিদেই সিলেট অঞ্চলের কম শ্রুত কিন্তু এক সময়কার জনপ্রিয় লোকগান সংরক্ষণ করার জন্যে নতুন করে গাইছি। আমার ইচ্ছে ছিল – এই রকম শতাধিক গান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রকাশ করার। ইতিমধ্যে কয়েকটি গান করেছি। কিন্তু করোনা মহামারীর কারণে কিছু গান অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। সব কিছু স্বাভাবিক হলে কাজগুলো আমি পুরোদমে আবার শুরু করবো। তিনি আরও বলেন, এক্ষেত্রে সঙ্গীতানু্রাগী কোন পৃষ্ঠপোষক পাওয়া গেলে অনেক সুবিধা হতো। কারণ, শতাধিক গান করা সত্যিই ব্যয়বহুল ব্যাপার। তাছাড়া ব্যাক্তিগত উদ্যোগে এমন ব্যয়সাপেক্ষ কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই কষ্টকর। তাই আমি যদি এই প্রজেক্ট এ ভালো পৃষ্ঠপোষকতা পাই, তাহলে সত্যিই আগামী প্রজন্মের জন্যে বিরল কিছু গান সংরক্ষণ করে রেখে যেতে পারবো। আমি আশা করবো – জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কাজ শুরু করে দেওয়া এই প্রজেক্ট এ পৃষ্ঠপোষকতা অবশ্যই পাবো।
চলমান করোনা মহামারী আমাদের দেশীয় সঙ্গীত জগতে ক্ষতিকর প্রভাব ফেলেছে বলে মনে করেন লাভলী দেব। তিনি এই প্রসঙ্গে বলেন, এই করোনায় দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সবচে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। গান, নাটক, সিনেমা, নাচের শিল্পীরাই শুধু নন, এদের সঙ্গে আরও অনেকভাবে যুক্ত মানুষজনও অনেক ক্ষতির শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন। কবে নাগাদ এই দুর্যোগ কাটিয়ে ওঠে সবাই আমরা মঞ্চে সুরের মূর্ছনা তুলবো – সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।
লাভলী দেব আরও জানান, এই গানটির আগে গেলো নারী দিবসে তার গাওয়া “আমি নারী পদে পদে আমার শুধু দোষ” গানটি প্রকাশিত হয়েছে। তার আগামী গান হলো – “কুঞ্জর মাঝে কে গো রাইয়ার, কুঞ্জর মাঝে কে, ললিতায় বলে আমার বন্ধু আইসাছে” গানটি। এটি সিলেট অঞ্চলের একটি ধামাইল গান বলে শিল্পী জানান।
তুষার আদিত্য