মিডিয়ার কল্যানে স্টারইজম সহজ হলেও, দর্শক ঠিকই বুঝতে পারে কে আসল তারকাঃ শুভ্র দেব

বৃষ্টির রাতে একা একা দাবা খেলছে একটি ছেলে, হঠাৎ করে কলিংবেল এর শব্দ! দরজা খোলতে এক সুন্দরী মেয়ে নিজে থেকে পরিচয় দিয়ে পেপসি আছে কি জানতে চাইলে?ছেলেটি সানন্দে বলে ফেলে নিশ্চয়ই। ফ্রিজে পেপসি নেই দেখে অন্য কিছু চলবে জানতে চাইলে,মেয়েটি বলে না পেপসিই। ছেলেটি বৃষ্টি ভেজা রাতে গাড়ি টপকে দোকানের অন্তিম মুহূর্তে সাটার লাগানোর সাথে সাথে একটা পেপসি সিনেমা কায়দায় নিয়ে বেরিয়ে আসে।হাসি মুখে মেয়েটাকে পেপসিটা দিতেই আবারও কলিংবেলের শব্দ! পাশ থেকে বলে আমি সামিয়া পেপসি আর আছে কি? ছেলেটা বোকা বনে গিয়ে বলে নিশ্চয়ই….
১৯৯৫ সালে পেপসির সেই সাড়া জাগানো বিজ্ঞাপন। যেখানে প্রথম বারের মতো বিজ্ঞাপনে কাজ করেছিলেন আশির নব্বই দশকের সংগীত জগতের জনপ্রিয় সুদর্শন গায়ক শুভ্র দেব। দুই সহশিল্পী আল বিরুনি অনু ও শিমুল’কে নিয়ে পেপসির সেই বিজ্ঞাপনটি সেসময়ে তরুণ-তরুণীদের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করে ছিলো। ঐ একই সময়ে একই বিজ্ঞাপনে আমির খান,ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাহিমা চৌধুরী করেছিলেন। বিজ্ঞাপন দুটোর নির্দেশনায় ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার। এই নির্মাতার সাথে কাজ করে অনেকেই স্টার,সুপারস্টার হয়েছেন। আজ এতোদিন পরে তাঁর প্রসঙ্গ নিয়ে কথা বলতে গত শুক্রবার (৮ মে) নিজের ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছেন।যেখানে এই জনপ্রিয় গায়ক একজন স্টার সুপারস্টার হওয়ার কারিগরের ভূমিকা এবং প্রকৃত ভাবে কে স্টার সুপারস্টার হোন সেটাও বুঝাতে চেয়েছেন। পাঠকদের জন্য তাঁর সেই স্ট্যাটাস টা হুবহু তুলে দেয়া হলোঃ-
প্রথম ছবিটি যার উনাকে অনেকেই চিনেন না । উনি হলেন ভারতের ইতিহাসে সফলতম বিজ্ঞাপন নির্মাতা “জেনেসিস “র কর্ণধার প্রহ্লাদ কাক্কার। যিনি অনেকে কে তারকা বানিয়েছেন যেমন ঐশ্বরিয়া বচ্চন কে আর মহিমা চৌধুরী কে প্রথম সুযোগ দেন আমীর খানের সাথে পেপসির বিজ্ঞাপনে । মেগা স্টার আমিতাভ বচ্চন থেকে শুরু করে ক্রিকেট লিজেন্ড শচীন তেন্ডূল্কার , সুপার স্টার আমীর খান ,শাহ
রুখ খান আর মিনি স্টার শুভ্র দেব সবাই আমরা উনার সাথে কাজ করেছি । আমার পেপ্সির যে বিজ্ঞাপন দেখেন তা কিন্তু এই সুপার লিজেন্ডারি পরিচালকেরই নির্মাণ করা । আমরা আসলে অনেকেই নিজেকে বড় স্টার ভাবি কিন্তু বাংলাদেশে অধিকাংশই এন্টারটেইনার , স্টারকে কিন্তু মানুষের পারসোনাল অনুষ্ঠানে টাকা দিয়ে আনা যায়না, অনেক স্টার আবার টাকা নিয়ে ইলেকশনের প্রচারেও যান তাই তারাও এন্টারটেইনার । ভারতেও অনেকেই তাই স্টার নন । সোশ্যাল মিডিয়া আর কিছু দৈনিক পত্রিকার কল্যাণে স্টারইজম সহজ হলেও দর্শক শ্রোতা ঠিকই বুঝতে পারে কে আসল তারকা । চলমান করোনা পরিস্থিতির জন্য আর সবার মতো তিনিও ঘরেই থাকছেন। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি গান নিয়ে কাজ করছেন।আসন্ন ঈদে তাঁর দুটো গান বের হবে। এরমধ্যে নিজের একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতে একটু সময় দিচ্ছেন।আর অনলাইনে সবার সাথে যোগাযোগ রাখছেন। এভাবেই তাঁর সময় কাটছে বলে জানান তিনি।
রোমান রায়