‘ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ’-এর শুভেচ্ছাদূত হলেন বুলবুল টুম্পা

দেশের স্বনামধন্য মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা অস্ট্রেলিয়া ভিত্তিক অলাভজনক সংগঠন ‘ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ’ – এর শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন। এ সংস্থার সমাজসেবামূলক কাজে অংশ নিতে দেখা যাবে তাকে। করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার মাধ্যমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা। বুলবুল টুম্পা বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী বাঁধন খন্দকার এ সংস্থাটি চালাচ্ছেন। এতদিন নিজ উদ্যোগে চালালেও সবকিছু বিবেচনা করে তিনি সচেতন মানুষদের নিয়ে একসাথে কাজ করতে চাচ্ছেন। ডোনেশান হিসেবে প্রাপ্ত অর্থের ৬০ ভাগ নিম্নবিত্তদের জন্য ও ৪০ ভাগ মধ্যবিত্তদের জন্য খরচ করার পরিকল্পনা করেছেন তারা। করোনার এ সময়ে আমার মাধ্যমে যদি কিছু মানুষ উপকৃত হয় তাতে ক্ষতি কী? আমি শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করব। পাশে দাঁড়াব অসহায় মানুষদের। মানুষের কল্যাণে কাজ করব। করোনাকাল পেরিয়ে গেলেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টুম্পা। পর্যায়ক্রমে সমাজের আরও অনেকে সংগঠনটির সাথে য্ক্তু হবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, করোনাকালে বাসাতেই অবস্থান করছেন বুলবুল টুম্পা। বাসায় পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ দেখছেন তিনি। নিয়মিত ধর্ম পালনও করছেন।
রোমান রায়