অস্ট্রেলিয়া প্রবাসী আল নোমান শামীম’র খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ববাসী আজ স্থবির হয়ে পড়ছে। বাংলাদেশেও এর আক্রান্ত রোগির সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যাও বেড়ে চলছে। রাজধানীর পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জেও রোগির সংখ্যা প্রায় ৭০ এর কাছাকাছি। বেশ কয়েকজন মারাও গিয়েছেন। মুন্সিগঞ্জের ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াচ্ছেন সরকারি,রাজনৈতিক,ব্যবসায়ী ও সমাজ সেবক।তেমনি এই দুর্যোগের সময় পাশে এসে দাঁড়িয়েছেন মুন্সিগঞ্জ ১- আসনের পরিচিতমুখ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও সমাজ সেবক অস্ট্রেলিয়ার প্রবাসী জনাব নোমান শামীম।
এই বিষয়ে জনাব, নোমান শামীম বলেন, ‘মুন্সীগঞ্জ ১ – আমার আসনের সিরাজদিখান রাজানগর, সৈয়দপুর, শ্রীনগর আর শেখরনগরে দুঃস্থ মানুষদের জন্য ত্রান বিতরণ করা হয়েছে।আমরা কোথায়ও ২০-৩০ ব্যাগ, কোথায়ও ৩০-৪০ বা৫০ ব্যাগ, বা ১০ ব্যাগ করে করে মোট ১১০ টি পরিবারকে আগামী এক সপ্তাহের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছি। (প্রতি পরিবার ১ ব্যাগ)।আমরা আগামী সপ্তাহে মোট ১৩০টি পরিবার ‘খাদ্য নিরাপত্তার’ আওতায় আনতে পারবো বলে বিশ্বাস করি।’ তিনি আরো বলেন,নতুন করে যোগ হচ্ছে বালুচর এলাকা।স্বেচ্ছাসেবকদের অনেক অনেক ভালোবাসা যারা কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ আপনাদের পরিশ্রমকে কবুল করুন। তিনি আরো যোগ করে বলেন,আমাদের শুরু থেকে ৪ সপ্তাহের সমুদয় জোগাড় সম্পন্ন হয়েছে এবং ২ সপ্তাহ শেষ হয়েছে। ইনশাল্লাহ আগামী আরো ২-৩ সপ্তাহ সাপোর্ট দেয়ার সক্ষমতা অর্জন করা গেছে। এক্ষেত্রে আমাদেরকে অস্ট্রেলিয়ান প্রবাসী সালমিন সুলতানা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন।
আলমগীর কবির