সাবিনা রিমা’র ভালোবাসার আঁচল

মডেল ও অভিনেত্রী সাবিনা রিমা ‘ভালোবাসার আঁচল’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি পূবাইলে এই নাটকের চিত্রগ্রহণ শেষ হয়েছে। সোলাইমান জয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে রিমার বিপরীতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।
সাবিনা রিমা বলেন, ‘তিন মাসের বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। ফুটবল বিশ্বকাপ দেখতে রাশিয়া চলে যাওয়ায় আমি বেশ কিছু কাজ করতে পারিনি। রাশিয়া থেকে ফিরে কয়েকটি কাজে অংশ নিয়েছি এবং নাটকে জান্নাত চরিত্রে দেখা যাবে আমাকে। নাটকের গল্প ও আমার চরিত্র দুটোই দারুণ।’
গ্রামের একজন শিক্ষিত মেয়ে জান্নাত, যাকে বিয়ে করতে চায় গ্রামের বয়স্ক চেয়ারম্যান। জান্নাতও সে বিয়েতে রাজি হয়। এদিকে এ নিয়ে পুরো গ্রামে শুরু হয় নানা গুঞ্জন। অনেকের মনে প্রশ্ন জাগে- শিক্ষিত মেয়ে হয়ে কেন বয়স্ক চেয়ারম্যানকে বিয়ে করতে চায় জান্নাত?
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকুল সিরাজ, সিরাজুল ইসলাম, কল্লোল চৌধুরী, আবদুল্লাহ রানা প্রমুখ। ঈদুল আজহায় চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।